ঢাকা, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

এমপি অসীম উকিলের হাত ধরেই অবশেষে শুরু হয়েছে কেন্দুয়া সাজিউড়া সড়কের সংস্কার কাজ

২০২৩ নভেম্বর ২১ ১৭:০৩:৩৪
এমপি অসীম উকিলের হাত ধরেই অবশেষে শুরু হয়েছে কেন্দুয়া সাজিউড়া সড়কের সংস্কার কাজ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিলের হাত ধরেই অবশেষে শুরু হয়েছে জনগুরুত্ব সম্পন্ন কেন্দুয়া সাজিউড়া সড়কের সংস্কার কাজ। আশা করা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই সড়কের কাজ সম্পন্ন করা হবে। তবে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় দেখা দিলে সময়সীমা কিছুটা পেছাতেও পারে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) তত্ত্বাবধানে ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে কেন্দুয়া উপজেলা সদর থেকে সাজিউড়া বাজার পর্যন্ত ওই সড়কের সংস্কার করা হবে। এতে ৫০৪ মিটার ঢালাই ও ৩ কিলো ৪৯০ মিটার কার্পেটিংয়ের মাধ্যমে সংস্কার করা হবে।

কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের পূর্ব অংশ, মোজাফরপুর ইউনিয়নের উত্তারাংশ ও কান্দিউড়া ইউনিয়নের দক্ষিণ অংশের প্রায় ১৫টি গ্রামসহ মদন উপজেলার পশ্চিমাংশের বেশ কয়েকটি গ্রামের সাধারণ জনগণ ওই সড়কে কেন্দুয়া হয়ে ময়মনসিংহ, ঢাকা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে চলাফেরা করে থাকেন। ওই সড়ক দিয়ে তাম্বুলিপাড়া ন্যাচারাল পার্কেও প্রতিদিন পর্যটকদের আনোগোনা হয়। এর ফলে ওই সড়কটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ সড়ক হিসাবে পরিচিতি রয়েছে। ন্যাচারাল পার্ক ছাড়াও সাজিউড়া গ্রামে অবিভক্ত ভারতের অর্থ মন্ত্রী প্রয়াত নলীনি রঞ্জন সরকারের জন্ম ভিটা দেখতেও অনেক দূর দূরান্ত থেকেও প্রশাসনের কর্তাব্যক্তিসহ বিভিন্ন দর্শনার্থীরা আনোগোনা করে থাকেন।

গত ৫ নবেম্বর ওই সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল। এসময় তিনি বলেন, করোনার কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় উন্নয়ন কাজ বন্ধ ছিল। এজন্যই এলাকার রাস্তাঘাটে উন্নয়ন কাজে কিছুটা ভাটা পরেছে। তবে গত দুই মাসে কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ২০টি সড়কের কাজ উদ্বোধন করা হয়েছে। কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট নাট্য শিল্পী দিদারুল ইসলাম বলেন কেন্দুয়া সাজিউড়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে শতশত যানবাহন ও সাধারণ যাত্রী চলাফেরা করে থাকে। সড়কটি ভাঙ্গা থাকায় আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হয়েছে। এখন শুরু হয়েছে এই সড়কের সংস্কার কাজ। কাজটি শেষ হলে এলাকার শতশত মানুষের মুখে ফুটবে প্রাণের হাসি। এমপি অসীম কুমার উকিলের প্রচেষ্টায় এই সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

(এসবি/এসপি/নভেম্বর ২১, ২০২৩)