প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুর সিটি কলেজে নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান
২০২৩ নভেম্বর ২১ ১৭:৪৭:০৫দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সিটি কলেজে নবীন বরণ ও নতুন শিক্ষার্থীদের পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নিয়ে এ নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আফছার উদ্দিন, এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক রেহেনা পারভীন, এ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম, এ সময় এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নবাগত শিক্ষার্থীদের সাদরে বরণ করেন এবং তাদের প্রতি ভবিষ্যৎ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
(ডিসি/এসপি/নভেম্বর ২১, ২০২৩)