ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ধামরাইয়ের কালামপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান 

২০২৩ নভেম্বর ২১ ১৮:০৯:০৭
ধামরাইয়ের কালামপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান 

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের ভালুম মৌজায় অবস্থিত কালামপুর বাজারে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ধামরাই উপজেলা প্রসাশন। অভিযানে খাল ভরাট করে, সরকারি খাস ও স্কুলের জমিতে অবৈধভাবে গড়ে তুলা দোকানপাট উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মাদ হাই জকী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মাদ হাই জকী বলেন, খাল, সরকারি খাস ও স্কুলের জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হচ্ছে। অবৈধ স্থাপনা অপসারন করার জন্য বার বার নোটিশ দেয়া হয়েছে কিন্তু স্থাপনকারীরা তা অপসারন করেনি। অবৈধ দখলের মধ্যে যে স্থাপনা পড়েছে তা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

এ সময় কুশুরা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ফারদিনা আফরিন, সার্ভেয়ার মিলন শেখসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

(ডিসিপি/এসপি/নভেম্বর ২১, ২০২৩)