ঢাকা, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আ'লীগের দলীয় মনোয়নয়ন ফরম জমা দিলেন লাবু চৌধুরী

২০২৩ নভেম্বর ২১ ১৮:২৩:৫৬
আ'লীগের দলীয় মনোয়নয়ন ফরম জমা দিলেন লাবু চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিজে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন তিনি।

এদিন লাবু চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলে ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের তৃণমুলের হাজারো নেতাকর্মী উপস্থিত হয়ে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।

লাবু চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী, সাবেক সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র। তিনি ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন।

দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী আবারও আমাকে দলের মনোনয়ন দিবেন বলে আমি বিশ্বাস করি।

(ডিসি/এসপি/নভেম্বর ২১, ২০২৩)