ঢাকা, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২০২৩ নভেম্বর ২১ ১৮:৪৫:৪৩
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ষষ্ঠ দফায় আগামি বুধবার ও বৃহষ্পতিবার কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচি সফল করতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের রাধানগর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, বিএনপি নেতা রফিকুল আলম বাবু, যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা প্রমুখ।
বক্তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না।
(আরকে/এসপি/নভেম্বর ২১, ২০২৩)