ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

বলিউডে হিরো আলম, নায়িকা রাখি সাওয়ান্ত

২০২৩ নভেম্বর ২৮ ১৬:৫০:৪৯
বলিউডে হিরো আলম, নায়িকা রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক : বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। তার সঙ্গে অভিনয় করবেন হিরো আলম। সিনেমা নাম ‘গ্যাংস্টার’। এই সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন বহুল বিতর্কিত আরাভ খান।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। তিনি বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।

হিরো আলম বলেন, সিনেমাটি নির্বাচনের পর শুটিং শুরু হবে। এই সিনেমাটি বিদেশে শুটিং হবে। বিশেষ করে দুবাই শুটিং হবে। বাংলাদেশেসহ আরও বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে।

হিরো আলমের পাঠানো একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে রাখি বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।

এদিকে বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন।

(ওএস/এসপি/নভেম্বর ২৮, ২০২৩)