ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

অন্য নারীর দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুঁই ঢুকিয়ে দিলেন প্রেমিকা

২০২৩ নভেম্বর ২৯ ২১:০৫:৫১
অন্য নারীর দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুঁই ঢুকিয়ে দিলেন প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক : পোষা কুকুরকে জলাতঙ্কের টিকা দিতে দুটি ইনজেকশন কিনে এনেছিলেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো কুকুরের শরীরে নয়, ঢুকলো তার নিজের চোখেই। ঝগড়ার জেরে সেই ইনজেকশনের সূঁচ ওই ব্যক্তির চোখে ঢুকিয়ে দেন তার প্রেমিকা।

এই ঘটনায় ৪৪ বছর বয়সী সান্দ্রা জিমেনেজকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জানিয়েছে, ফ্লোরিডার বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে প্রায় আট বছরের সম্পর্ক সান্দ্রার। কিন্তু প্রেমিক অন্য নারীদের দিকে তাকানো নিয়ে আপত্তি ছিল তার।

অভিযোগপত্রে বলা হয়েছে, সান্দ্রা তার প্রেমিকের চোখের পাতায় ইনজেকশনের সূঁচ ঢুকিয়ে দিয়েছিলেন এবং এর জন্য ওই ব্যক্তিতে হাসপাতালে যেতে হয়েছিল।

গত শনিবার মিয়ামি-ডেড কাউন্টির একটি বাড়িতে ঘটে এই ঘটনা।

ভুক্তভোগী প্রেমিক পুলিশকে জানিয়েছেন, তিনি একটি সোফায় শুয়ে ছিলেন। সেই সময় সান্দ্রা দুটি ইনজেকশন নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং ডান চোখের পাতায় আঘাত করতে সক্ষম হন।

এর পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রেমিকা। আর আহত প্রেমিক পুলিশের হেল্পলাইনে ফোন দেন। কয়েক ঘণ্টা পরে বাড়ির বাইরে একটি গাড়ির ভেতর ঘুমন্ত অবস্থায় সান্দ্রাকে খুঁজে পায় পুলিশ।

তবে অভিযুক্ত প্রেমিকা নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার দাবি, অভিযোগকারী নিজের হাতেই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।

তথ্যসূত্র : এনডিটিভি

(ওএস/এস/নভেম্বর ২৯, ২০২৩)