ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
হেমন্ত এলো
২০২৩ ডিসেম্বর ০২ ২০:৪৫:৪৮ইমরান খান রাজ
হেমন্ত এলো নিয়ে
শীতের বার্তা
খুকুমণি ছবি আঁকে
লিখে ছড়া-নামতা।
হরেকরকম পিঠেপুলি
আহা কি যে স্বাদ
কৃষকেরা নতুন ধান
করছে আবাদ।
পাখিরা ছুটে চলে
আহারের খোঁজে
নববধূ ঘুমটা তুলে
মুখ লুকায় লাজে ।