ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
২০২৩ ডিসেম্বর ০৩ ১৭:৪১:১৪দিলীপ চন্দ, ফরিদপুর : আন্তর্জাতিক ৩২ তম প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স এর ৬ষ্ট তলার হল রুমে, এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সমাজসেবা অধিদপ্তর এর উপ পরিচালক,এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এএসএম আলী আহসান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সামাদ, অনুষ্ঠানে পাঁচজন প্রতিবন্ধীদের মাঝে পাঁচটি হুইলচেয়ার বিতরণ করা হয়।
(ডিসি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৩)