ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মাগুরা মুক্ত দিবস পালিত 

২০২৩ ডিসেম্বর ০৭ ১৭:৩০:১৩
মাগুরা মুক্ত দিবস পালিত 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা মুক্তদিবস ৭ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১১টায় জেলা প্রশাসন, মাগুরা এর পক্ষ থেকে নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং একই সাথে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকা ও উত্তোলন করা হয়।

পরবর্তীতে, মাগুরা মুক্তদিবস উপলক্ষে নোমানী ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ।বিশেষ অতিথি হিসেবে

বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার,মোঃ মশিউদ্দৌলা রেজা (পি পি এম বার) সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম.আব্দুর রহমান। এসময় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,প্রশাসন,রাজনৈতিক, সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৩)