প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাগেরহাটে নিখোঁজ ভ্যানচালকে হত্যায় ৩ ঘাতক গ্রেফতার
২০২৩ ডিসেম্বর ০৭ ১৯:৩৮:৫৭.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট শহরতলীতে হযরত খানজাহান আলী (রহ:) মাজার শরীফের দীঘি থেকে তিনদিন ধরে নিখোঁজ থাকা ব্যাটারী চালিত রিক্সাভ্যান চালক পোল্লাদ দাসের (৪৫) মরদেহ উদ্ধারের এক দিন পর মাদকাসক্ত ৩ ঘাকতকে গ্রেফতার করেছে পিবিআই। ঢাকার দারুস সালামের প্রিয়াঙ্গন আবাসিক এলাকা থেকে বুধবার দিবাগত রাতে পিবিআই তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার মো. ইউসুফ মল্লিক (৩৬), মো. শামসুল হক শামসু (২৬) ও মো. সাদ্দাম হোসেন (৩২)। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ব্যাটারী চালিত রিক্সাভ্যান। গ্রেফতারকৃত বৃহস্পতিবার বিকালে আদালতের পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বাগেরহাট পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবদুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে নিখোঁজের তিনদিন পর বাগেরহাট শহরতলীতে হযরত খানজাহান আলী (রহ:) মাজার শরীফের দীঘি থেকে কচুয়া উপজেলার সংদিয়া গ্রামের পরিতোষ দাসের ছেলে ব্যাটারী চালিত ভ্যানচালক পোল্লাদ দাসের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার পর বাগেরহাট পিবিআই সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বুধবার দিবাগত রাতে ঢাকার দারুস সালামের প্রিয়াঙ্গন আবাসিক এলাকা থেকে প্রথমে মো. ইউসুফ মল্লিককে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে ওই রাতেই একই এলাকা থেকে অপর দুই ঘাকত মো. শামসুল হক শামসু ও মো. সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া রিক্সাভ্যানটিও।
পিবিআই পুলিশ সুপার আরো জানান, পোল্লাদ দাসের ব্যাটারী চালিত রিক্সাভ্যানটি ছিনতাই করতে মাদকাসক্ত ৩ ঘাকত রবিবার সন্ধ্যায় তার ভ্যানে উঠে কচুয়া থেকে খানজাহান আলী (রহ:) মাজার শরীফের দীঘি পাড়ে আসে। সেখানে তার জুসের সাথে ঘুমের অষুধ খাইয়ে অচেতন করে চালক পোল্লাদ দাসকে দীঘি ফেলে দিয়ে নেশান টাকা যোগাতে ব্যাটারী চালিত রিক্সাভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
(এসএসএ/এএস/ডিসেম্বর ০৭, ২০২৩)