প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঈশ্বরদীর ওসি বাগমাড়ায়, সাঁথিয়ার ওসি ঈশ্বরদীতে বদলি হলেন
২০২৩ ডিসেম্বর ০৭ ২৩:৪৭:৫০
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারকে রাজশাহী জেলার বাগমাড়া থানায় বদলী করা হয়েছে। অপরদিকে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামকে ঈশ্বরদী থানায় বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পদ মর্যাদার ৩৩৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বারিত প্রজ্ঞাপনে ওসি পদ মর্যাদার ৩৩৮ কর্মকর্তাকে থানায় বদলী পূর্বক আদেশ অতিদ্রুত কার্যকর করতে বলা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়, ছয় মাসের অধিক সময় দায়িত্বরত থানার ওসিরা বর্তমান কর্মস্থলে থাকতে পারবেন না। কর্মস্থলে ৬ মাস হয়েছে, থানার এমন অফিসার ইনচার্জদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় ইসি।
(এসকেকে/এএস/ডিসেম্বর ০৭, ২০২৩)