ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আবুল হাসনাত আবদুল্লাহ’র নৌকা মার্কার উঠান বৈঠক অব্যাহত

২০২৪ জানুয়ারি ০১ ২০:০৩:৪১
আবুল হাসনাত আবদুল্লাহ’র নৌকা মার্কার উঠান বৈঠক অব্যাহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রাথী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সমর্থনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অব্যাহত উঠান বৈঠকের অংশ হিসেবে উপজেলার গৈলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পূর্ব সুজনকাঠী মজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওই ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র ধাররাবাহিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, জেলা পরিষদ সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, মোল্লা মো. হান্নান, ইউপি সদস্য সৌরভ মোল্লা প্রমুখ।

(টিবি/এএস/জানুয়ারি ০১, ২০২৪)