ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বাগেরহাটে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

২০২৪ ফেব্রুয়ারি ১২ ১৮:০২:৩৮
বাগেরহাটে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে নানা আয়োজনে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বাগেরহাট সদর উপজেলা পরিষদ মাঠে এই মেলায় ২০ টি স্টলে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারসহ নিরাপদ ও বিষমুক্ত কৃষি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। সোমবার দুপুরে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক কর্মকর্তা দেবদাস সরকার, সহকারী কমিশনার এম সাইফুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাত প্রমুখ।

বক্তারা বলেন, আধুনিক ভাবে চাষাবাদ করতে সরকার সব ধরনের সহায়তা করে যাচ্ছে। সুস্থ ভাবে বাঁচতে হলে নিরাপদ খাদ্যগ্রহনের করতে হবে। এজন্য বিষমুক্ত কৃষির কোন বিকল্প নেই।

এরআগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

(এসএসএ/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৪)