ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২৫
২০২৪ ফেব্রুয়ারি ২৪ ১৩:০৪:৫২স্টাফ রির্পোটার : রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ১৬ হাজার ৫৫৫টি ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১২০ গ্রাম হেরোইন ও ২৯০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)