ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » ফিচার » বিস্তারিত

আম্রমুকুলে শোভিত টাঙ্গাইল

২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১৭:৪৯:৪৫
আম্রমুকুলে শোভিত টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল।’ ফাল্গুন এসেছে ধরায় , প্রকৃতিতে বইছে ফাগুন হাওয়া। টাঙ্গাইলে ফাগুনের আগমনী বার্তা হিসেবে আমের মুকুলে ছেয়ে গেছে আমগাছ। সোনালি হলুদ রঙে ছেয়ে গেছে আম গাছ।আর আম্রমুকুলের মনকাড়া ঘ্রাণে মন উতালা হয়ে উঠে।

মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে। এমন দৃশ্য কাছে টানছে প্রকৃতি প্রেমীদের।

সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলার দেশীয় আম গাছ ছেঁয়ে গেছে আমের মুকুলে। গাছে গাছে আমের মুকুলের সমারোহ । এ অঞ্চলের প্রায় প্রতিটি আম গাছে মুকুল দেখা দিয়েছে।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় অনেক এলাকায় আমের চাষ করা হয়। গত বছর ৫ হাজার ৭ শত ৩২ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। সারা জেলা জুড়ে অসংখ্য আমের গাছ ও ছোট বড় মিলিয়ে কয়েক শতাধিক আমের বাগান রয়েছে। আমের মুকুল আসার আগে-পরে যেমন আবহাওয়ার প্রয়োজন, এ বছর ঠিক তেমনি আবহাওয়া বিরাজ করছে।

এখন পর্যন্ত কুয়াশা কম এবং আকাশে উজ্জ্বল রোদ থাকায় আমের মুকুল সস্পূর্ণ প্রস্ফুটিত হচ্ছে।জেলায় বাণিজ্যিক ভাবে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আমরুপালি, বারি আম ফোর,বারোমাসি ইত্যাদি জাতের আম চাষ হয় ।

সরেজমিনে আমচাষীদের সাথে কথা বলে জানা যায়,আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন তারা। তবে এবছর সর্বত্র আমের মুকুল দেখা গিয়েছে। আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।

মধুপুর আম চাষী রিমন চাকমা বলেন, আমার ২ টি আমার বাগান আছে। এখানে হরেক রকমের জাতের আম গাছ রয়েছে। সবগুলো গাছই মুকুলে ছেয়ে গেছে। এ বার কুয়াশা কম থাকায় মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

সখিপুর উপজেলার আমচাষি হুমায়ুন কবির বলেন, আমার ২ একর জমিতে আমের গাছ রয়েছে। প্রতিটি গাছে আমের মুকুল এসেছে। আমরা মুকুলের পরিচর্যা করছি। আশা করি এবার আমের ফলন খুব ভালো হবে।

জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দুলাল উদ্দিন বলেন, জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন অঞ্চলে গাছে গাছে এখন প্রচুর আমের মুকুল দেখা যাচ্ছে। আধুনিক পদ্ধতিতে প্রতিনিয়ত আম চাষী ও গাছ মালিকদের সঠিকভাবে মুকুল পরিচর্যা করার পরামর্শ দেয়া হচ্ছে। এবছর আবহাওয়া ভালো থাকায় আমের বাম্পার ফলন আশা করছি।

(এসএএম/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০২৪)