ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

পীযূষ সিকদার’র কবিতা

২০২৪ মার্চ ০৫ ০০:০৮:০১
পীযূষ সিকদার’র কবিতা










প্রকৃতি

আমি তো নিজেকে লুকিয়ে ফেলি
না লোকালে পৃথিবীর সৌন্দর্য্য
পাবো কোথা থেকে-
আমি তো পৃথিবীর লোক
হাঁটতে হাঁটতে পৃথিবী চিনে নিয়েছি
প্রকৃতির শোভায় বারবার বিস্মিত হই!
আর এই যে আমি পুড়ে পুড়ে ছাই হয়ে গেছি
মেঘেরও আবডালে অস্ত যেতে যেতে
অথবা অর্ক জাগতে জাগতে
আমি ভোর হয়ে যাই।
তাই তো ঘুম পালিয়েছে বহুদূরে
তাই ভোর দেখা হয় না আমার !
স্থিরনেত্রে দুর্বাদলে চোখ রাখি
প্রকৃতি তাই ফিরিয়ে দেয়
আমার অন্ধত্ব-
দৃশ্য থেকে অদৃশ্যের গল্প বলে যাই নিরন্তর...।
সেই থেকে আমি নিজেকে লুকিয়ে ফেলেছি।।