ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
১৭ মার্চ
২০২৪ মার্চ ১৮ ১৪:৫৪:০২মো: হাসান
চারি পাশে পাখির কাকলি,
মিষ্টি সুরের পাখির ডাকে।
ছুটে আয় তোরা নদীর ঘাটে,
জন্ম নিল ফুটফুটে এক ছেলে।
মায়াবী মুখটি দেখে,
গলে গেল সবার হৃদয়।
ভেবেছিলে হবে অনেক বড়,
সব ছাড়িয়ে করিলে বিশ্ব জয়।
তুমি জন্মেছিলে বলেই,
জন্মেছে দেশ।
তুমি জন্মেছো বলে,
স্বাধীন বাংলাদেশ।
স্বাধীন দেশে থাকছি মোরা,
বলেছি স্বাধীন কথা।
সবই তো তোমার দেয়া,
না বলা ভালোবাসা।
বিশ্ব জয়ের বিশ্ব নেতা,
তুমি সবার সেরা।
হয়না তোমার তুলনা,
তুমি সবার সেরা।