ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

তোমাতে বাংলাদেশ হাসে

২০২৪ মার্চ ১৮ ১৪:৫৮:৪০
তোমাতে বাংলাদেশ হাসে










ইসলাম মুহাম্মদ তৌহিদ

জাগ্রত তব তর্জনী, পূর্ববঙ্গ যেন সুনামির ফুঁসে ওঠা ঢেউ
তিরিশ লাখ শহীদের অব্যর্থ রক্তশপথ
রক্তের দামে শাশ্বত বিক্রমে নিয়েছ পূণ্য ভূমি বাংলাদেশ।
পিতৃতুল্য সেবা দিয়েছ দেশটাকে আজীবন,
তাইতো তুমি জাতির পিতা, শ্রদ্ধায় স্মরে মন।
শেখালে তুমি শত বিপদেও মাথা নত না করতে
খড়গের বদলে সাহস দিয়েছ, শিখিয়েছ জিততে।
মুক্তিপাগল বাঙালির হে মুক্তির দেবদূত,
জিন্দেগীর শ্রেষ্ঠ সময়টা জেল-জুলুম আর মৃত্যুশঙ্কা সয়ে,
বল বাঙালির তরে এত প্রেম কীভাবে বিধাতার কাছে নিলে?
লহুতে তোমার বাঙালির চেতন,
ওরা শোষকের দল, দমিয়ে রেখেছ শত প্রলোভন।
লয়েছ জম্ম টুঙ্গীপাড়ায়, জন্ম দিয়েছ দেশ!
ওহে জ্যোতির্ময়, তুমিই স্বাধীনতা, তব কীর্তির নেইকো শেষ।
লক্ষ নবীন আমরা যারা দেখিনি তোমায় চোখে
ওগো কৃতিপুরুষ, চির অমর তুমি বাংলার ইতিহাসে।
সাড়ে সাত কোটি বাঙালির নয়নমণি ঐ বঙ্গবন্ধু আসে-
লাল-সবুজের বিজয় নিশানে তাঁরই ছবি ভাসে।
মন-প্রাণ আর দেহ সৌষ্ঠবে প্রিয় বাংলাদেশ হাসে।