ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বিশ্ব বন দিবসে বক্তারা

বন বিনাশী কর্মকাণ্ডে অন্তিত্ব সংকটে পড়েছে দেশের ফুসফুস সুন্দরবন

২০২৪ মার্চ ২১ ১৮:০৪:৫৬
বন বিনাশী কর্মকাণ্ডে অন্তিত্ব সংকটে পড়েছে দেশের ফুসফুস সুন্দরবন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : জীববৈচিত্র্যের আধার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড হলেও সরকারী নীতি নির্ধারকদের কাছে আজও গুরুত্বহীন অবস্থায় পড়ে রয়েছে। অফুরন্ত অক্সিজেন ভান্ডার বাংলাদেশের ফুসফুস সুন্দরবন জলবায়ু নিয়ন্ত্রণেও রাখছে গুত্বপূর্ণ ভূমিকা। আমরা এই গর্বিত বনের অভিভাবক হলেও এর অংশীদার পৃথিবীর সব মানুষ। ম্যানগ্রোভ এই বনটি দেশের সংরক্ষিত বনাঞ্চলের ৫১ ভাগ ও মোট বনভূমির প্রায় ৩৮ শতাংশ হলেও বনবিনাশী কর্মকান্ডে চলছে সুন্দরবন। সুন্দরবন এ অঞ্চলের মানুষে প্রাকৃতিক দুর্যোগের প্রতিরক্ষা সুরক্ষা বর্ম হলেও বন্যপ্রাণী হত্যা ও পাচার, খালে বিষ দিয়ে মাছ শিকার ও বনবিনাশী কর্মকান্ড বন্ধ না হওযায় আজ অন্তিত্ব সংকটে পড়েছে সুন্দরবন।

আজ বৃহস্পতিবার সকালে বিশ্ব বন দিবসে বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন মোংলার বৈদ্যমারি এলাকায় ‘বন বন্ধন’ কর্মসুচিতে বক্তারা এসব কথা বলেছেন।

সুন্দরবন রক্ষায় আমরা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে বনের সাথে সহাবস্থানের অংশ হিসেবে মানুষ এবং বন মিলে এই বন বন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার, হাছিব সরদার, ধরা’র শেখ রাসেল, পরিবেশকর্মী মারুফ বাবু, সুন্দরবনের ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্য ফকরুল ফকির, শুকুর আলী শেখ, আসাদুল জমাদ্দার প্রমূখ।

বিশ্ব বন দিবসে বনজীবী, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোল গ্রুপ সিপিজি, পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষ সুন্দরবনের মধ্যে গাছপালা-বৃক্ষরাজি’র সাথে সহাবস্থান করে এই বনবন্ধন কর্মসুচি পালন করে।

(এস/এসপি/মার্চ ২১, ২০২৪)