ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

পীযূষ সিকদার’র কবিতা

২০২৪ মার্চ ২১ ২০:৪৯:২৩
পীযূষ সিকদার’র কবিতা










আমি নাচিও না, নাচাইও না

আমি কী নাচাই!
নাকি নাচে সবাই
আমিতো নাচতে নাচতে বড্ড ক্লান্ত
তাই আমি আর নাচি না।
সবাইকে নাচতেও বলি না
কে যে নাচায় আমাকে! ক্ষণিক বুঝি।
বাকি পুরোটাই আন্ধার!
আন্ধারে কে আমাকে নাচায়-
যে জানে সেই জানে!
আমিতো কাউকেই নাচাই না
ভুল করেও না। এক সময় নেচে নেচে কত যে মিঠুনী নাচ নেচেছি
এখন আর কাউকেই নাচ দেখাই না
অভিনয় করতে করতে পুরো জীবনটাই অভিনয় হয়ে গেছে।
হে ঈশ্বর, জীবনটা তো অভিনয় নয়
জীবনের একটি র্পাট মাত্র!
যা মঞ্চে, প্রসেনিয়ামে হয়।
মানুষ দেখে হাসে কাঁদে-
এই তো অভিনয়।
সমাজে থেকেও সমাজের ভালো মন্দ হিংসা ভালো মন্দ দ্বেষ-
সবই নাটক কিংবা অভিনয়ে হয়ে থাকে। সবই বর্নিত আছে শাস্ত্রে।
আমি তো এর বাইরে নই।
তাই নাচিও না। নাচাইও না।
আমি শুধু পুতুলের গায়ে
প্রাণ ঢেলে দিই!