ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

পীযূষ সিকদার’র কবিতা

২০২৪ মার্চ ২৫ ১৭:২১:১৯
পীযূষ সিকদার’র কবিতা










ভুল বরাবর


আমি তো বরাবরই ভুল করে
ভুল ঘরে ঢুকে পড়ি...
ভুল আমাকে শিখিয়ে দিলো
আকাশের অধিক আকাশ হতে
তাই জীবনের ভুলগুলি শুধরে নিলাম
ভুল কী শুধরানো যায়!

এক সংশোধনে আরো অনেক ভুল এসে জড়ো হয়
ভুলগুলো যেনো আমার প্রেমে পড়ে গেছে।
আমাকে যে ভালোবাসে তাকে ভালোবাসতে
আমি বাধ্য নই!
কিন্তু আমি জানি ক্ষণিক মোহে ভালোবেসে ফেলেছে
অন্ধকারের ওই মেয়েটিকে!

জানি আরো জানি ভালোবাসা এক মহা পবিত্রতার নাম!
আরো জেনেছি অধিকব্রতে-
তাই জেনে গেলাম ভালোবাসার সমরনীতি।
আমি না। আমাকে যে ভালোবাসে, অপেক্ষা করে তাকেই তো অথবা তার টানে ঘরে ফিরি।
তথাপি নিজে কিন্তু ভুল করেই যাচ্ছি...।
আমা চেয়ে অন্যকে ভালোবেসে।