ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

পীযূষ সিকদার’র কবিতা

২০২৪ এপ্রিল ০২ ১৬:০৭:০৩
পীযূষ সিকদার’র কবিতা










লাল রোহিত


একটি কলম থাকা উচিত ছিলো
নাই বলে হাহাকারে হাহাকারে
ঘোরে দুনিয়াদারী...
দুনিয়ার ভালোমন্দ বুঝতে গিয়ে
আমিই রক্তাক্ত হলাম!
আর তাছাড়া সব এক।
তাই তো একেশ্বরী হয়ে জীবন
দেবতার গান গাই-
আমি তো ছায়ার সাথে যুদ্ধ করতে গিয়ে
নিজের অন্তরে খুনির তকমা এঁকেছি
অন্ধকারে চলতে চলতে অন্ধকারকেই
ভালোবেসে ফেলেছি!
তাই তো ছায়া আমার নিত্য সঙ্গী!
অথবা ছায়ার সাথে যুদ্ধ ক’রে ক’রে গৌরাঙ্গ হয়ে
ছায়াকেই খুন ক’রে ফেলি-
যদিও ছায়ার সাথে আমার নিত্য বসবাস।
স্থির নেত্রে মানি; মাঝে মাঝে চোখের ছায়াও
আমাকে জানিয়ে দেয় আমি কে? তুমি কে?
প্রতিদিন খুন হই!
তাই বলে আমি খুন করলে দোষের কী!
তোমাদের কাউকে বিশ্বাস করিনে
যারা আমার পিতা, অযুত বছরের শ্রেষ্ঠ
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে
নির্মমভাবে খুন ক’রে ফেলে!!!
দুই হাতে তাই খুনের লাল রোহিত।