ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপাসিয়ায় ফলিত পুষ্টি বিষয়ক কৃষক প্রশিক্ষণ শুরু
২০২৪ এপ্রিল ০২ ১৯:২৮:৩৪সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার কাপাসিয়া উপজেলার প্রাণী সম্পদ অফিসের হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রারাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টানপ্রেনশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-বারটান অঙ্গ) এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা মোহাম্মদ ওমর ফারুক, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি আলোচনা করেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন। আগামী ৪ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ শেষ হবে।
(এসকেডি/এসপি/এপ্রিল ০২, ২০২৪)