ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

শৈলকূপায় সাংবাদিকদের সাথে আ.লীগ নেতা রাজুর মতবিনিময়

২০২৪ এপ্রিল ০৪ ২০:৪৬:২৯
শৈলকূপায় সাংবাদিকদের সাথে আ.লীগ নেতা রাজুর মতবিনিময়

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পদ প্রার্থী রেজাউল ইসলাম রাজু।

বৃহস্পতিবার বিকালে শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে ইফতার মাহফিলে অংশ নেন। এসময় রিপোর্টার্স ইউনিটির আহবায়ক সাংবাদিক আলমগীর অরণ্য, মিজানুর রহমান টিটো, রয়েল আহমেদ,ফরহাদ হোসেনসহ শৈলকূপায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সে সময় উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতা রাজু বলেন, আসন্ন উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দলীয় প্রতীক নৌকা উপহার দিলে আমি আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবো। প্রয়াত সংসদ সদস্য আব্দুল হাইয়ের অসমাপ্ত উন্নয়ন মুলক কর্মকান্ডগুলো বাস্তবায়ন করবো। এ এলাকার সকল ধরনের সামাজিক সহিংসতা নিরসন করে শৈলকূপাকে আধুনিকায়ন করে তুলবো।

(একে/এএস/এপ্রিল ০৪, ২০২৪)