ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » পাশে দাঁড়াই » বিস্তারিত

আদরকে বাঁচাতে চায় পরিবার, প্রয়োজন ৫০ লাখ টাকা

২০২৪ এপ্রিল ২৯ ১৮:০৭:২১
আদরকে বাঁচাতে চায় পরিবার, প্রয়োজন ৫০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার : মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাজধানীর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদর। ছেলেকে সুস্থ করতে নিজের সহায় সম্বল সব বিক্রি করেও চিকিৎসার টাকা জোগাড় করতে পারছেন না অসহায় মা। ক্যানসার আক্রান্ত আদরের একমাত্র চিকিৎসা বোন ম্যারো (অস্থি মজ্জা) ট্রান্সফার। যার জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা।

আদরের বাবা একজন বেসরকারি চাকরিজীবী। মধ্যবিত্ত পরিবারের ছেলে আদরের বড় ভাই আল নাহেয়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বোটানি ৫২ ব্যাচের শিক্ষার্থী। ভাইয়ের জন্য নিজের বিশ্ববিদ্যালয়েও সহযোগিতা চেয়েছেন। ২০২১ সাল থেকে অসুস্থ আদরের চিকিৎসা করাতে পরিবারের প্রায় ৩০ লাখ টাকার বেশি খরচ হয়েছে।

আদরের পরিবারের পক্ষে এখন আদরের চিকিৎসার জন্য এতো টাকার জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় সমাজের বিত্তশালীদের সহযোগিতা চেয়েছেন আদরের পরিবার।

আদরের মা তাসলিমা চৌধুরী বলেন, নিজের সহায়-সম্বল সব বিক্রি করে ছেলের চিকিৎসা করিয়েছি। এখন আর এমন কিছু নেই, যা বিক্রি করে আমার ছেলের চিকিৎসা করাবো। আমি এখন বাধ্য হয়েই সবার কাছে সহযোগিতা চাচ্ছি। দয়া করে আপনারা আমার ছেলেকে বাঁচাতে সহযোগিতা করুন।

রাজধানীর আজগর আলী হাসপাতালে আদরের বোন ম্যারো ট্রান্সফার করা হবে। সব মিলিয়ে আদরের চিকিৎসার মোট খরচ হবে ৫০ লাখ টাকা। বর্তমানে প্রতিদিন আদরের চিকিৎসা বাবদ খরচ হচ্ছে প্রায় ৩০ হাজার টাকা।

আদরকে সাহায্য করতে বিকাশ ও নগদ একাউন্ট: 01734-976696 (আদরের মা), বিকাশ 01307-126514 (আল নাহেয়ান, আদরের বড় ভাই)

ব্যাংক অ্যাকাউন্ট

ইসলামি ব্যাংক, টাউন হল উপশাখা, মোহাম্মদপুর, ঢাকা। Account no: 2050 652 02 00023208

পূবালী ব্যাংক, আসাদগেট শাখা, মোহাম্মদপুর, ঢাকা। Account no: 0175101131101

(এসএস/এসপি/এপ্রিল ২৯, ২০২৪)