ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত

জাবি উপাচার্যের নামে ভুয়া মেইল আইডি, তথ্য আমলে না নেওয়ার আহ্বান

২০২৪ মে ০২ ১৪:৪৩:৪৮
জাবি উপাচার্যের নামে ভুয়া মেইল আইডি, তথ্য আমলে না নেওয়ার আহ্বান

তপু ঘোষাল, সাভার : সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের নামে ভুয়া ইমেইল আইডি খুলে বিভ্রান্তিমূলক তথ্য আদান-প্রদান করা হচ্ছে। এতে উক্ত মেইল থেকে কোনো তথ্য আমলে না নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (০১ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অসৎ ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে একটি ভুয়া ইমেইল আইডি খুলে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা-পয়সা চাওয়াসহ নানা ধরনের কথা-বার্তা সম্বলিত বিভ্রান্তিমূলক তথ্য আদান-প্রদান করা হচ্ছে। [email protected] মেইল আইডি থেকে এ ধরনের তথ্য আদান-প্রদানের বিষয় আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট দৃষ্টিগোচর হয়েছে।

বিষয়টি নিয়ে উপাচার্য জানান, এই মেইল আইডি তাঁর নয়। কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে উপাচার্যের নামে এ ভুয়া আইডি খুলে উপাচার্য তথা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ কাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কাজের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একইসাথে বিষয়টি নিয়ে সকলকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

(টিজি/এএস/মে ০২, ২০২৪)