ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রচ্ছদ » কৃষি » বিস্তারিত

নড়াইলে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

২০২৪ মে ০৮ ১৪:১৯:২৮
নড়াইলে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৭ মে) বিকেলে নড়াইল সদর খাদ্যগুদামে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ চলবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) লায়লা আফরোজ, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, চেম্বার সভাপতি হাসানুজ্জামান, কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মো.জাহিদুল ইসলাম, জেলা আনসার সার্কেল এডজুটেন্ট মমতাজ খানম, সদর খাদ্য গুদাম কর্মকর্তা অভিষেক বিশ্বাস প্রমুখ।

এ মৌসুমে জেলায় মোট ৪ হাজার ৯শ' ৬৫ মেট্রিকটন ধান এবং ৪ হাজার ৬শ’ ৫৩ মেট্রিকটন চাল এবং ২শ’ ৮৮ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত মূল্যে প্রতিকেজি ধান ৩২ টাকা, চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা দরে ক্রয় করবে খাদ্য বিভাগ।

(আরএম/এএস/মে ০৮, ২০২৪)