ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে ত্রিমুখী লাড়াই সম্ভবনা

২০২৪ মে ২৭ ১৯:১৭:০৬
সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে ত্রিমুখী লাড়াই সম্ভবনা

লতিফ নুতন, সিলেট : বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে শেষ সময়ে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ মুহুর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা। যার মধ্যে আওয়ামী লীগের শীর্ষ দুই পদধারী নেতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোটরসাইকেল প্রতীকের দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল আর সাথে আলোচনায় আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান হেলিকপ্টার প্রতীকের আবুল কাশেম পল্লব। তাদের সাথে যোগ দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন। এই তিন জনই আওয়ামী ঘরনার নেতা। শেষ মুহূর্তে ত্রিমুখী ভোট যুদ্ধের আভাস দিচ্ছেন ভোটারা।

মূল লড়াইয়ের আলোচনায় থাকা মোটরসাইকেল প্রতীকের দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল নির্বাচনী মাঠে ভোটারদের মন জয় করতে অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই প্রার্থী।

আরেক প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান,সাবেক ছাত্রনেতা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, হেলিকপ্টার প্রতীকের আবুল কাশেম পল্লব ফের নির্বাচিত হতে দিন রাত ভোটের মাঠে কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন, শেষ মুহুর্তে আলোচনা রয়েছেন তিনিও। এছাড়া ভিন্ন চিন্তায় নানা হিসেব নিকেশের বেড়াজালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটে চমক দেখাতে পারেন শালিক পাখি মার্কা নিয়ে নির্বাচন করা সাবেক লাউতা ইউপি চেয়ারম্যান,সাবেক ছাত্রলীগ নেতা গৌছ উদ্দিন।

উল্লেখ্য, ২৯ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল প্রতীক), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার প্রতীক), আতাউর রহমান খান (টেলিফোন প্রতীক), মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ প্রতীক), জামাল হোসেন (আনারস প্রতীক), আব্দুল বারী (দোয়াত কলম), গৌছ উদ্দিন (শালিক পাখি), জহির উদ্দিন (ঘোড়া), জাকির হোসেন সুমন (কাপ পিরিছ) নিয়ে নির্বাচন করবেন।

(এলএন/এএস/মে ২৭, ২০২৪)