ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী

২০২৪ মে ২৭ ২০:২৭:২৯
ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুরে দরিদ্র পরিবারের কন্যা কোহেলী বিশ্বাস ডাক্তার হতে চায়। এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার নহাটা গার্লস স্কুল শাখা থেকে বিজ্ঞান বিভাগ হতে এস এস সি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে।

সে নহাটা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী খোকন বিশ্বাস ও মাতা কেয়া রাণী বিশ্বাসের কন্যা। তার এ সাফল্যের জন্য পিতা-মাতা ও শিক্ষকদের অবদান সব থেকে বেশি বলে সে জানায়।তার স্বপ্ন ভবিষ্যতে একজন আদর্শবান ডাক্তার হয়ে মানুষের সেবা করেতে চাই। সে সকলের আশীর্বাদ কামনা করেছে।

(বিএসআর/এএস/মে ২৭, ২০২৪)