ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মুজিব শতবর্ষ উপলক্ষে লোহাগড়ায় ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর

২০২৪ জুন ১১ ১৯:৫৭:৫২
মুজিব শতবর্ষ উপলক্ষে লোহাগড়ায় ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর

নড়াইল প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫ম ধাপে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১জুন) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা প্রশসনের আয়োজনে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন বিশ্বাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়, সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল লিওনসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সুধি সমাজ ও উপকারভোগীরা।

(আরএম/এএস/জুন ১১, ২০২৪)