ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
ঈদ
২০২৪ জুন ১৪ ১৬:১০:২৩লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদ এসেছে বছর ঘুরে
ত্যাগের উৎসব ঘরে ঘরে,
মনের পশুকে আগে করো জবাই
প্রতীকি পশু জবাইয়ে আপত্তি নাই,
মিলে মিশে গোশত খাও সবাই
ধনী গরীব আজ ভাই ভাই।
এসেছে জিলহজ্বের চাঁদ সোনা
অতি আপন অমলিন চিরচেনা,
হিংসা বিদ্বেষ ভুলে জনে জনে
মানবতার কল্যাণে এসো দলে দলে।
ভোগ-বিলাসের আকর্ষণ বর্জন
পশু কোরবানী আল্লাহর সন্তুষ্টি অর্জন।