ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

দুর্নীতি রুখি

২০২৪ জুন ৩০ ১৬:৩১:০৮
দুর্নীতি রুখি










লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দেশ ছেয়েছে দুর্নীতিতে
আমজনতার কষ্ট,
রন্ধ্রে রন্ধ্রে ঘুন পোকারা
করছে সবই নষ্ট।

দৃষ্টিহরা মিষ্টি বুলি
শুনতে ভালো বেশ,
জ্বাললে আগুন অন্তরালে
শান্তি নিরুদ্দেশ।

দুর্নীতির এই জ্বর ব্যাধিতে
ভুগছে গোটা জাতি,
বাজেটে সবার আগে
জ্বালাও ন্যায়ের বাতি।

মনের আয়নায় নিজকে দেখে
দুর্নীতিবাজ ধর,
শক্ত হাতে স্বজন প্রীতির
নীতি নিপাত কর।