ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
রথের মেলা
২০২৪ জুলাই ০৭ ১৬:২৩:৪০
আরিফুন নেছা সুখী
হারিয়ে গেছে রথের মেলা
মুড়ি মুড়কি খই,
এখন শুধু বইয়ে পড়ি
দই দিয়ে খাও খই।
বাজে কি আর ঢাকের বাদ্যি
বাজে কি আর কাঁসর?
বসে কি আর রথের মেলা
গল্প বলার আসর?
হারিয়ে গেছে ছোট বেলা
রথের মেলার খুশি,
হারিয়ে গেছে গল্প বলা
মধুবালা মাসী।