ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১
প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
বর্ষা
২০২৪ জুলাই ২৭ ১৪:৪৫:২৬বদরুল হায়দার
সব ঋতুতেই চেখে বর্ষা নামে।
ষড়ঋতুর মেয়েরা ফর্সা চোখে
বৃষ্টি দেখে ভয় পায়।
মনের বন্যায় বহুকাল ডুবে গেছে
সোনালি সকাল।
ফুল ও কাঁটার ঘাতে নিরিবিলি
বর্ষা ভাগাভাগি করে নেয় সুখ ও অসুখে।
আষাঢ় এলেই জলের অভুক্ত
বেদনার বুক সাঁতরায় বর্ষার শ্রীঘরে।
ভাসমান বদ্বীপ সমান শত শত মুখ
জেগে ওঠে। শুধু বর্ষা ঋতুস্রাবে
ঝরে ঝরে কাঁদে।
সব ঋতুতেই চোখে বর্ষা নামে।