প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভা অনুষ্ঠিত
২০২৪ আগস্ট ০১ ১৮:০২:১৫
শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ৩১ জুলাই সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ সুরলহরী সংগীত একাডেমি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ সভায় সভাপতিত্ব করেন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গৌতম কুমার সরকার।
সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান, অরুন মন্ডল, তাপস কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক পাশা, সাংগঠনিক সম্পাদক এস এম সাহান, রফিকুল ইসলাম, ইচাহক সরদার, সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান সুমন, সমাজকল্যাণ সম্পাদক, প্রদীপ কুমার সরকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক সন্দীপ কুমার মন্ডল, কোমল হালদার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ কামাল আহমেদ বাবুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রাসেল মোল্লা প্রমুখ।
সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর সাথে নিহত স্বজনদের স্মরণে এক মিনিট নিরাবরতা পালন করা হয়। সভায় আগস্ট মাসে বেশকিছু কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হবে এবং সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিনটি উপকমিটি গঠন করা হয়।
(এসএফএ/এএস/আগস্ট ০১, ২০২৪)