ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » পাঠকের লেখা » বিস্তারিত

আন্দোলনে আবেদ আলীর ছাত্রদের ভূমিকা ও সরকারের ভুল!

২০২৪ আগস্ট ০১ ১৮:৩৩:০৮
আন্দোলনে আবেদ আলীর ছাত্রদের ভূমিকা ও সরকারের ভুল!

রিয়াজুল করিম


সম্প্রতি দেশের বেশ ক'জন বড় বড় দুর্নীতিবাজদের পাকড়াও করেছিল দুদক। ঠিক তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 'আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যে-ই হোক দুর্নীতি করলে কারও রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা ধরব।'' শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর দুর্নীতির বিরুদ্ধে অভিযানের গতি বৃদ্ধি পায়। তখন এই অভিযানের মোড় ঘুরিয়ে দিতেই দেশে রাসেল ভাইপারের গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজব উপেক্ষা করেই অভিযান অব্যাহত থাকে। এরপর আবার শুরু হয় কোটা আন্দোলন।

রাজনীতিবিদরা অবশ্য মনে করছে; এই মুহূর্তে মুক্তিযোদ্ধা কোটা সংস্কারে হাত দেওয়া সরকার প্রধানের ভুল ছিল। কারণ যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চলছে, সেই দুর্নীতিবাজদেরই তো দায়িত্ব কোটা আন্দোলন মোকাবেলা করাসহ দেশ পরিচালনার কাজ।
অপরদিকে, প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার হয় বিপিএসসি'র চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী। গ্রেফতারকৃত আবেদ আলীর কাছ থেকে যে ছাত্ররা প্রশ্নপত্র কিনে বিসিএস পাশ করেছেন তাদের একটি তালিকা তৈরি করার জন্য নির্দেশনা দেন আদালত ও সরকার।

এমন ঘোষণার পর আবেদ আলীর ছাত্রদের মাথায় দুশ্চিন্তা ঢুকে পড়ে! উপজেলা থেকে সচিবালয় পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবেদ আলীর দুর্নীতিবাজ ছাত্ররা কি কোটা আন্দোলন থামানোর পক্ষে ছিল না-কি উসকে দেওয়ার পক্ষে ছিল? এটা কিন্তু ভাববার বিষয়!

আন্দোলন থামলে দুর্নীতিবাজদের মরণ, আর আন্দোলন চললে দুর্নীতিবাজরা থাকবে বহাল তবিয়তে। আবার সরকার পরিবর্তনেরও কিন্তু স্বপ্ন দেখছে তারা। দুর্নীতির বিরুদ্ধে অভিযান থমকে দিতেই এখন কোটার সাথে যুক্ত হয়েছে সরকার বিরোধী আন্দোলন। অপ্রয়োজনে গুলি করে মানুষ হত্যা করলো কারা?
জনমনে এমন প্রশ্নও থেকে যায়। এরা কি শুধুই জামায়াত বিএনপিপন্থী নাকি আবেদ আলীর ছাত্ররা?

নিজেদেরকে বাঁচানোর স্বার্থে- আবেদ আলীর ছাত্ররা এই আন্দোলনে অর্থ বুদ্ধি আর শক্তি সহযোগিতা যে দিচ্ছে না, তার গ্যারান্টি কি?

এ বিষয়টি, দেশের সচেতন ও বিবেকবান জনসাধারণ ভেবে দেখবেন। সরকার টিকলে আবেদ আলীর দুর্নীতিবাজ ছাত্ররা বিলুপ্তি হবে, আর সরকার পরিবর্তন হলে দুর্নীতিবাজরা বহাল তরিয়াতে থাকবে। এরা দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর শেখ হাসিনার সরকার বাঁচলে বাঁচবে দেশ। আসুন আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, এবং দেশ বাঁচাতে বর্তমান সরকার বাঁচাই।

লেখক : সংবাদকর্মী