ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

জুয়েল মাহমুদের ছড়া

২০২৪ আগস্ট ১৮ ১৭:৩৩:০৬
জুয়েল মাহমুদের ছড়া











মেঘ থুতুতে সই

আকাশের থুতু আকাশে ওড়ে
মেঘ থুতুতে সই
পালা বদলের হিড়িক লেগেছে
সভ্যতা তুমি কই?
সত্য সততা লুকিয়ে আছে
বের হতে সে পারছেনা
গীবত গুজব নোংড়া কথায়
এ পাশ ও পাশ ছাড়ছেনা।
বাছা ভারী আহা পাছা ভারী তার
কিছুই বলার নাই
টাকলু ঈগল দোয়েল খাবে
ময়ুরের মুখে ছাই।

এদিকে শিশুরা নেতৃত্বে এসে
স্লোগানে স্লোগানে মুখোর
সময় বলে দেবে ছেড়ে দিতে হবে
নেতা যদি আসে তুখোর।
এইতো শুরু মেঘ গুরু গুরু
ফেক ফেকে কাদা মাটি
ঘর কি বাহির পথের প্রাচীর
পা বাঁচিয়ে তাই হাটি।
দেশের দশা ঝড়ের সাগরে
উথাল-পাতাল ঢেউ
বুঝে শুনে কে বাইবে তরী
আছোনি বাংলার কেউ?