ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

বিষণ্ন শরৎ বিকেল

২০২৪ আগস্ট ২০ ১৫:২১:২৩
বিষণ্ন শরৎ বিকেল










আবদুল লতিফ

উড়ে যায় কাশফুল উড়ে যায় শরতের হাওয়া
শূন্য ডাঁটির কাছে নাই কারো চাওয়া–পাওয়া।
আকাশের সাদা মেঘ দূরে ভেসে যায়
শুভ্র কাশের ফুল কোথা যে হারায়।
কপোত-কপোতী আর করে না যে ভিড়
বেলা শেষে পাখি তার খুঁজে নেয় নীড়।

ঘাসের শিশিরকণা চুপিসারে বলে
বিদায় শরৎ ওগো তুমি যাবে চলে!
হঠাৎ প্রেয়সী হৃদে স্পন্দন বাড়ে
ভাবে কখন কে-বা চলে কার ঘরে!
বিষণ্ন শরৎ বিকেল বিষন্ন প্রেয়সী হৃদয়
শরৎ বিদায় তাড়া করে হারানোর ভয়।