ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » পাশে দাঁড়াই » বিস্তারিত

বন্যার্তদের পাশে ‘আমরা ঈশ্বরদীবাসী’ নামে মানবিক সংগঠনের আত্মপ্রকাশ

২০২৪ আগস্ট ২৫ ১৩:৪৭:০১
বন্যার্তদের পাশে ‘আমরা ঈশ্বরদীবাসী’ নামে মানবিক সংগঠনের আত্মপ্রকাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ দেশের ১৩টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে পানিবন্দি হয়ে ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ‘আমরা ঈশ্বরদীবাসী’ নামের মানবিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ শিক সমিতির ঈশ্বরদী উপজেলা শাখার কার্যালয়ে এ সংগঠনের আত্ম প্রকাশ ঘটে। সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ‘আমরা ঈশ্বরদীবাসী’র প্রধান সমন্বয়ক আব্দুর রশিদ। সঞ্চালনা করেন অধ্যক্ষ আনজাম হোসেন ডন।

ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, ঈশ্বরদী গার্লস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসলাম হোসেন, ঈশ্বরদী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল আলম রঞ্জু, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি ফজলুর হক, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সভাপতি ইসলাম রকি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হামিদ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কিন্টারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ, শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, সজিব প্রামানিক, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী শফিক খান, পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন বাচ্চু, বিপু, ইসলামী কমিউনিটি হাসপাতালের পরিচালক আজাদ খান, রূপসী বাংলা ডায়াগন্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শিমুল সরদার প্রমূখ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন শ্রেনি ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কমিটি’র নেতৃবৃন্দ জানান, প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৫ টা পর্যন্ত ত্রাণ হিসেবে শুকনো খাবার, ওষুধ ও নগদ টাকা ঈশ্বরদী মহিলা কলেজে গ্রহন করা হবে। এছাড়াও প্রধান সমন্ময়ক আব্দুর রশিদের ০১৭৩৫৫৮৮২০২, সহ-সমন্বয়ক দিপু’র ০১৯১১৫০৪১৪৬, সহ-সমন্বয়ক শফিক খাঁনের ০১৭১১ ৩৮৯১৪১ বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

(এসকেকে/এএস/আগস্ট ২৫, ২০২৪)