ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

কাজী নজরুল ইসলামের ছড়া

২০২৪ আগস্ট ২৮ ১৪:০৪:৪৭
কাজী নজরুল ইসলামের ছড়া










ঝুম্‌কো লতায় জোনাকি

ঝুম্‌কো লতায় জোনাকি—
মাঝে মাঝে বিষ্টি গো

আবল তাবল বকে কে
তারও চেয়ে মিষ্টি গো

মিষ্টি মিষ্টি।

আকাশে সব ফ্যাকাসে
ডালিম-দানা পাকেনি,

চাঁদ ওঠেনি কোলে তার
মা ব’লে সে ডাকেনি।

রাগ করেছে বাঘিনী
বারো বছর হাসে না,

স্বপ্ন তাহার ভেঙে যায়
খোকা কেন আসে না।

পাথর হ’য়ে আছে—

ঝিনুক দুধের বাটী দোলে না
মাকে বলে—“খোকা কই

কিছুই খোলা হ’ল না!
কিছুই ভাল লাগে না!”

কেঁদে’ বলে ঘরের জিনিস—
“যেমন ছিলাম তেমনি আছি—

খোকা কেন ভাঙে না,
কিছুই ভাল লাগে না।”