প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
শিউলি আহমেদ’র কবিতা
২০২৪ সেপ্টেম্বর ০৫ ০০:১১:৫৭আত্মা
আবাক বিস্ময়ে তাকিয়ে
তোমার বক্ষ পানে,
তোমার হৃদস্পন্দন বন্ধ
তুমি শ্বাস নিতে পারছো না ,
নিথর দেহটা পড়ে আছে
স্বজনদের আহাজারিতে
প্রকম্পিত চার দেয়াল,
কান্নার কোন বৈচিত্র খুঁজে পাইনি
কষ্টের কোন আলাদা রঙ খুঁজে পাইনি,
তোমার চোখের জল
আমার চোখের জল
আলাদা করতে পারিনি,
আত্মারা ঠিক একই ভাবে
তোমার দেহ থেকে
যেভাবে বিচ্ছিন্ন হয়েছে ,
আমার দেহ থেকে একইভাবে হবে,
মৃত শরীরের মধ্যে
কোন ভিন্নতা খুঁজে পাইনি
আমার স্বজনের লাশ ধরে
একইভাবেই আহাজারি করি
একইভাবেই কষ্ট পাই ,
তবে পার্থক্য কোথায়
তোমাতে আমাতে!
চির বিদাই তো একই ভাবে হয়,
আত্মারা তো একই ভাবে
ছুটে যায় অনন্তের পথে
নিথর দেহের তো
একই সমাপ্তি ঘটে,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাপিত জীবনের
রূপরেখা তো একই সুতোয় গাথা,
কোন অমিল আমি খুঁজে পাইনা কোথাও
তবে পার্থক্যের এত দেয়াল কেন
তোমার আমার মাঝখানে ,
তোমার মৃত্যুতে কেন সৎকার
আমার মৃত্যুতে কেন দাফন,
আত্মা তো একই ভাবে
দেহ থেকে আলাদা হয়,
দেহেন নাশ তো একই হয়,
কষ্টের রং তো একই হয়,
চিরাচরিত নিয়মের তো কোন পার্থক্য দেখিনি
তোমার আমার জীবনদশায়,
তবে কেন তোমার মৃত্যুতে সৎকার
আমার মৃত্যুতে দাফন ???