ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

বিসিবি থেকে সুজনের পদত্যাগ  

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৭:২৩:৫১
বিসিবি থেকে সুজনের পদত্যাগ  

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগের ধারা এখনো অব্যাহত রয়েছে। গত বুধবার বিসিবি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছিলেন নাইমুর রহমান দুর্জয়। এবার পরিচালনা পর্ষদের পদ থেকে সরে দাঁড়ালেন আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন।আজ বুধবার বেলা ১১টায় বিসিবি পরিচালক পর্ষদ থেকে পদত্যাগ করেন সুজন।

খবরের সত্যতা জানতে সুজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। সুজনের ফোন বন্ধ পাওয়া যায়।

তবে সুজনের ঘনিষ্ঠ মহল নিশ্চিত করেছে যে, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সত্যিই পদত্যাগ করেছেন। বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, পদত্যাগের কথা সুজন নিজেই ক্রিকেটার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছেন।

এর আগে বিসিবি পরিচালক জালাল ইউনুস, নাদেল চৌধুরী, নাইমুর রহমান দুর্জয় ও তানভির টিটু পদত্যাগ করেছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)