প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
প্রাক-নিবন্ধনে অনিয়ম, হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ
২০২৪ সেপ্টেম্বর ১২ ১২:৪৪:৫৪স্টাফ রিপোর্টার : অনুমোদিত ইমেইল আইডি ব্যবহার না করে অন্য আইডির মাধ্যমে হজযাত্রী প্রাক-নিবন্ধন করায় একটি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের (হজ লাইসেন্স নম্বর-১৪৭৮) মালিককে সম্প্রতি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ২০২৪-এর যোগ্য এজেন্সির তালিকায় অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এবার হজযাত্রীর প্রাক-নিবন্ধন বা নিবন্ধন করে হজ কার্যক্রমে অংশ গ্রহণ করেনি।
এতে আরও বলা হয়, এই এজেন্সির মাধ্যমে বর্তমানে ২৬ জন হজযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন। কিন্তু অনুমোদিত ইমেইল আইডি ব্যবহার না করে অন্য আইডি ও ব্যক্তির মাধ্যমে প্রাক-নিবন্ধন করেছেন। এর মাধ্যমে ওই এজেন্সি ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ লঙ্ঘন করেছে।
সে কারণে রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব পাঁচ কার্যদিবসের মধ্যে হজ অনুবিভাগে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৪)