প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন
২০২৪ সেপ্টেম্বর ১২ ২১:১১:৪০মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের লুটেরা সিন্ডিকেটের টেন্ডারবাজি ও রাষ্ট্রীয় অর্থ লুটপাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সচেতন ছাত্র-জনতা-নাগরিক সমাজ।
বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের থানার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্ররা বক্তব্য রাখেন।
বক্তারা, পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার ভাঙন রোধে পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ ১ হাজার ৪৭২ কোটি টাকার প্রকল্পের টেন্ডার বাতিল দাবি করেন। টেন্ডার সিন্ডিকেটের লুটেরা ওই প্রকল্প থেকে অর্থ লুটপাটের চেষ্টা করছে। তাই ওই প্রকল্পের টেন্ডার বাতিলের দাবী জানান তারা। না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দেন ছাত্র-জনতা-নাগরিক সমাজের নেতাকর্মীরা।
(এমএজে/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৪)