ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা সিকদার সাঈদুর বহিষ্কার

২০২৪ সেপ্টেম্বর ১৩ ১৮:২৮:০৮
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা সিকদার সাঈদুর বহিষ্কার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার সাঈদুর রহমানকে দলীয় পদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু ও সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর জেলার আওতাধীন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার সাঈদুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় তাকে দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার সাঈদুর রহমানকে ফোন করা৷ হলে তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৪)