প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
চাটমোহরের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব হেলাল সরকারের ইন্তেকাল
২০২৪ সেপ্টেম্বর ১৩ ১৮:৩০:৩২চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার বাসিন্দা মৃত ডাঃ আজিজ সরকারের ছেলে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) চাটমোহর শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম হেলাল সরকার (৬৫) শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি চাটমোহর ব্যবসায়ী সমিতির সদস্য এবং নতুন বাজারস্থ মেসার্স বান্ধব মেডিকেল ষ্টোরের স্বত্বাধিকারী ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। শুক্রবার বাদ আছর বালুচর খেলার মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ কেএম আনোয়ারুল ইসলাম, বিসিডিএস পাবনা জেলা সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক এ এফ এম হুমায়ুন কবির খোকন, চাটমোহর উপজেলা সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
(এস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৪)