প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাইখালী ইউনিয়নের বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
২০২৪ সেপ্টেম্বর ১৩ ১৯:৩০:৪৮রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা ২ নং রাইখালী ইউনিয়নের বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ বলেছেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ে অর্জিত স্বাধীনতা বিলিন হয়ে যাবে যদি গণতন্ত্রের স্বাদ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে না পারি। আর কোনো সহিংসতা নয়, সহিংসতাকারীদের বাংলাদেশের মাটিতে আর সংগঠিত হতে দেয়া হবে না। জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেই নিতে হবে। লুটেরাদের সীমাহীন লুটপাটে বিলিয়ন-মিলিয়ন কোটি ডলারে ঋণের বোঝা মাথায় ভঙ্গুর বাংলাদেশকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে হবে। যুদ্ধ এখনো শেষ হয়ে যাইনি, জনগণের যুদ্ধ তো সবে শুরু। শেখ হাসিনাসহ তার দোসরদের গণহত্যা, সীমাহীন খুন-গুম, লুটপাট ও ছাত্র-জনতার বুকে নির্বিকারে গুলিবর্ষণের সব ঘটনার বিচার করতে হবে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় রাইখালী ইউনিয়ন পরিষদে হল রুমে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য প্রদান করেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য আব্দুল খালেদ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, উকাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, অংশি মারমা।
রাইখালী ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ হাশেম মেম্বার সভাপতিত্বে মোঃ মনসুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, মোঃ আব্দুল সালাম আজাদ, মোঃ ইউনুস মিয়া,মোঃ নুরুল ইসলাম,আব্দুল সাক্তার,সেলিম বাপ্পা,আবু হাসান রক্সি, শেরী মারমা, কাজি মোঃ রাইহান, আচেমং মারমা,মো: হানিফ, মোঃআলী প্রমুখ।
(আরএম/এএস/সেপ্টেম্বর ১৩, ২০২৪)