প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয় নস্যাৎ ও ষড়যন্ত্রের প্রতিবাদে গণ সমাবেশ
২০২৪ সেপ্টেম্বর ১৩ ১৯:৪৮:৪৫মোঃ আল-আমিন, শ্রীমঙ্গল : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয় নস্যাৎ এর চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গণ সমাবেশ অনুষ্টিত। শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকেল ৩ টায় সিন্দুরখাঁন ইউনিয়নের সিন্দুরখাঁন বাজার বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এই গণ সমাবেশের আয়োজন করে। মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি, ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন বিএনপি এর সভাপতিত্বে ও মোঃ আব্দুস শহীদ নানু, সাধারণ সম্পাদক ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন বিএনপি এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল আলম সিদ্দিকী সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপি। মোঃ দুরুদ আহমদ, সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপি, মোঃ তাজ উদ্দিন (তাজু) সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও সদস্য মৌলভীবাজার জেলা বিএনপি। মোছাব্বির আলী মুন্না, সাবেক সভাপতি ও সদস্য সচিব শ্রীমঙ্গল পৌর বিএনপি, সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা বিএনপি। মোঃ মহি উদ্দিন ঝারু, যুব বিষয়ক সম্পাদক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, আহ্বায়ক, শ্রীমঙ্গল উপজেলা যুবদল।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, এখানে চা জনগোষ্ঠী ও হিন্দু সমাজসহ আমরা সবাই একত্রে বসবাস করছি। আমাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ নেই। কিন্তু আওয়ামী লীগ হিন্দু সমাজের উপর হামলা করে বিএনপির উপরে চাপিয়ে দিয়েছে। আমরা এসব হতে দিবো না। আমরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিচ্ছি, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? হাজী মুজিব আরো আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হয়ে বাংলাদেশ আরো একবার স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এখন সকলের। সেই লক্ষ্যে সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান।
(এএ/এএস/সেপ্টেম্বর ১৩, ২০২৪)