ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০২৪ অক্টোবর ০২ ১৩:৫৪:২৩
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন। মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয়পক্ষ সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠকের কথা উল্লেখ করেন। উপদেষ্টা গত পাঁচ দশকে, বিশেষ করে পানি খাতে বাংলাদেশ-নেদারল্যান্ডস সহযোগিতার কথা তুলে ধরেন এবং নেদারল্যান্ডসকে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হিসেবে অভিহিত করেন।

উভয়পক্ষ টেকসই ডেল্টা ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং সামুদ্রিক খাতে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতার ওপর জোর দেন। উপদেষ্টা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার জন্য আরও ভালো ব্যবসায়িক পরিবেশের আশ্বাস দেন।

এছাড়া, উপদেষ্টা বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রতি অব্যাহত মানবিক সহায়তার জন্য ডাচ সরকারকে ধন্যবাদ জানান।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২৪)